image

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্তি পেলেন জুলাই যোদ্ধা সুরভী

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুরে আলোচিত চাঁদাবাজি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দেয়া দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন আদালত। সোমবার, (০৫ জানুয়ারী ২০২৬) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এই আদেশ দেন।

জেলা জজ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান কামাল।

তিনি জানান, ‘দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন, তার বিরুদ্ধে আমরা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত সুরভীর পরীক্ষার্থী হওয়া, নারী হওয়া এবং সার্বিক মানবিক বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড আদেশ বাতিল করেন এবং আমার জিম্মায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।’

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই ওমর ফারুক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী শুনানি শেষে সেই আবেদন আংশিক মঞ্জুর করে দুই দিনের রিমান্ড দেন। এটি একটি চাঁদাবাজি মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার, দুপুরে ওই রায় দেয়া হয়েছিল।

রিমান্ড আদেশের প্রতিবাদে এবং সুরভীকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে জুলাই যোদ্ধারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দাবি করেন, মামলায় সুরভীর বয়স ২১ বছর দেখানো হলেও বাস্তবে তার বয়স ১৭ বছর এক মাসের কিছু বেশি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীর গোপালপুর টেকপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গী এলাকার সেলিম মিয়ারের মেয়ে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। রহমান দুর্জয়ের দায়ের করা ৫০ হাজার টাকা চাঁদা দাবির মামলায় সুরভী পরোয়ানাভুক্ত আসামি। এফআইআর অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয় গত ২৬ নভেম্বর ভোরে। মামলার পর থেকেই তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দী ছিলেন।

সোমবার, সকালে সুরভীকে আদালতে হাজির করা হলে জুলাই যোদ্ধারা জজ কোর্ট প্রাঙ্গণে সমবেত হয়ে রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন। তারা বলেন, একজন অপ্রাপ্তবয়স্ক জুলাই যোদ্ধাকে রাতে বাসা থেকে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ এবং রিমান্ড দেয়া ন্যায়সংগত নয়।

খবর পেয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান। তিনি বলেন, আদালত ও আইনের প্রতি আস্থা রেখেই তারা দ্রুত ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করেন।

কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন জানান, এজাহারে বয়স ২১ বছর উল্লেখ থাকায় প্রথমে আলাদা যাচাই করা হয়নি। তবে বর্তমানে বিতর্কের পরিপ্রেক্ষিতে জন্মনিবন্ধন সংগ্রহ ও অনলাইন যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার, মো. শরীফ উদ্দিন বলেন, ‘মামলাটি আমার দায়িত্ব নেয়ার আগের। কোনো ধরনের অবিচার যেন না হয়, সে বিষয়টি আমি ব্যক্তিগতভাবে দেখছি। আশা করছি একটি ন্যায়সংগত সমাধান হবে।’

রিমান্ড আদেশ বাতিল ও অন্তর্বর্তীকালীন জামিনের পর, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি