image

মনোনয়নপত্র বাতিল: প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন জারা

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা। ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। সমর্থকদের স্বাক্ষর যাচাই-বাছাইয়ে গড়মিল পাওয়ায় গত ৩ জানুয়ারি জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার, (০৫ জানুয়ারী ২০২৬) নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে ঢাকা অঞ্চলের বুথে আপিল করেন তাসনিম জারা।

নির্বাচনী তফসিল অনুযায়ি, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, তারা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

আপিল প্রক্রিয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি গ্রহণ হয়নি। সেজন্য আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব।’

আপিলে জয় পেয়ে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনীম জারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী আরমান হোসেন।

মনোনয়নপত্র বাতিল হওয়ার দিন তাসনিম জারা বলেছিলেন, ‘নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের ওই আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে। তবে ওই দুইজন ঢাকা-৯ এর ভোটার নন, ওই দুইজন জানতেন ঢাকা-৯ এর ভোটার তারা। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।’ গত ২৭ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায় ফেইসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি