image

নির্বাচনী পরিবেশ ‘এখন পর্যন্ত সন্তোষজনক’: সিইসি

সংবাদ অনলাইন রিপোর্ট

ভোটের পরিবেশ এখন পর্যন্ত যেমন আছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে।’

সোমবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে স্থাপিত আপিল আবেদন জমার বুথ পরিদর্শন করে সিইসি কথা বলছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা সোমবার কমিশনে আপিল আবেদন শুরু করেছেন।

সোমবার সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন তারা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিনশ’ স্বতন্ত্র প্রার্থী, যা মোট বাতিল মনোনয়নত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন।

৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিলে ঝরে পড়েছেন তারা।

এক শতাংশ ভোটারের গরমিলে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন। সোমবার আপিল আবেদন জমা দিয়ে তিনি বলেন, ‘লালমনিরহাট-১ আসনে আমি প্রার্থী হয়েছিলাম। বাছাইয়ে দু’-তিনজন ভোটারের স্বাক্ষর অস্বীকারের কারণে মনোনয়নপত্র বাদ পড়েছে। আপিলে ইনশাআল্লাহ প্রার্থিতা ফিরে পাবো আশা করি। প্রয়োজনে ওই ভোটারদের আপিলের সময় উপস্থিত করবো।’ নরসিংদী-৪ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কাজী শরিফুল ইসলাম আপিল আবেদন জমা দেয়া শেষে অভিযোগ করে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে গেলে বিএনপির প্রার্থী তার লোকজন দিয়ে আমার মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।’

‘পরবর্তীতে আমি মনোনয়ন জমা দিলে বিএনপির প্রার্থী লোকজন আমার প্রস্তাবকে নিয়ে হাজির হয় এবং সে বলে যে স্বাক্ষরটি আমি দেইনি। যেই কারণে আমার মনোনয়নটি বাতিল। আমি আপিল করেছি আশা করি আমি প্রার্থিতা ফেরত পাব।’

বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ-১ আসনের হেদায়েতুল্লাহ বলেন, ‘হলফনামায় আমার একটা সামান্য ভুল হয়েছিল, বাছাইয়ে বাতিল হয়েছে মনোনয়নপত্র। আপিলে যুক্তিযুক্ত কারণ তুলে ধরব, আশা করি প্রার্থিতা ফিরে পাব।’ নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি