image

জনগণই সিদ্ধান্ত নিবে আগামী ৫ বছর কে দেশ চালাবে: খাদ্য উপদেষ্টা

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সব ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নিবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। আমি আশা প্রকাশ করছি, অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। সোমবার দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ এই স্লোগানে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি