image

ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া বার্তা পরিবেশক

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপএল)-এর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃক টাইগার পেসার মোস্তাফিজকে বাদ দেয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ভারতের মাটিতে পাঠানো হবে না বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরিপ্রেক্ষিতে ক্রিকেট বিষয়ক দুটি ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছিল যে, বাংলাদেশ দলকে ভারতের মাটিতেই খেলতে হবে, অন্যথায় হারাবে পয়েন্ট। বুধবার, (০৭ জানুয়ারী ২০২৬) সকালে দুটি ওয়েবসাইটের খবরকে উড়িয়ে দিয়ে বিসিবি বলেছিল যে, বাংলাদেশের দাবির বিষয়ে আইসিসি ইতিবাচক।

এসব ঘটনাপ্রবাহে বুধবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠক হয় বিসিবি’র। বৈঠক শেষে নিজেদের অবস্থান পাল্টায়নি উল্লেখপূর্বক ক্রীড়া উপদেষ্টা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে। নিজেদের অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রিকেট বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।

তিনি আরও বলেন, এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট কওে যেটা অর্জন করেছি সেই টি-২০ বিশ্বকাপে আমাদেও খেলার সুযোগ কওে দেবে বলে আশাবাদী।

উল্লেখ্য, আসন্ন টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়েছে বিসিবি। আইসিসি সুনির্দিষ্টভাবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের কারণ জানতে চেয়েছিল।

আশার কথা হলো, ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখপূর্বক ভারতের মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে দেয়া মেইলের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার কথা জানিয়েছে বিসিবি।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবি’র উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি’র দেয়া মতামত ও পরামর্শকে স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেয়া হবে।

বিসিবি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ বিষয়ে বিসিবিকে নাকি আইসিসি’র পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেয়া হয়েছে। এ দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি’র সঙ্গে বিসিবি’র যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে। যাতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়ে বিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত: গতকাল মঙ্গলবার বিসিবি ও আইসিসি’র মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল ক্রিকবাজ ডট কমও।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে

» দীপু চন্দ্র দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্বদানকারী ইয়াসিন গ্রেপ্তার

» ‘টাকা আত্মসাৎ’: সালমান রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে আরও মামলা

» ‘ঋণ জালিয়াতি’: ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

» ২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’, দাম বেঁধে দেবে সরকার, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

সম্প্রতি