image

অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ২৭ হাজার, আগ্নেয়াস্ত্র উদ্ধার ২৬৮

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশব্যাপী অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৫ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে ২১৮টি আগ্নেয়াস্ত্র এবং একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

এর আগে গত বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-১ অভিযান চালানো হয়। ওই অভিযানে মোট ১২ হাজার ২২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৫০টি আগ্নেয়াস্ত্র ও ১৮৮টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের গ্রেপ্তারে ও পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অভিযান চলবে। এছাড়াও দেশব্যাপী পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

পুলিশের একজন ডিআইজি জানান, যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বা করছে, এই অভিযানে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা বিভিন্ন মামলার আসামি তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আবার অনেকের বিরুদ্ধে মামলা নেই। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত হয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। যারা জাতীয় সংসদ নির্বাচন বানচাল বা গোলযোগের চেষ্টার পরিকল্পনা বা ষড়যন্ত্র করছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

পুলিশ এ অভিযান কখনো এককভাবে চালায়, আবার দরকার হলে এলাকাভিত্তিক যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। রাজধানী থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত অভিযান চালানো হয়। অনেক জেলা ও বিভাগে কয়েকটি ফোর্স মিলে এ অভিযান চালান বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র জানায়, অভিযানের আগে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোঁজ-খবর নিয়ে গ্রেপ্তার অভিযান চালানো হয়। কারা, কোথায় বসে ষড়যন্ত্র করছেন তা নিয়ে আগাম গোয়েন্দা কার্যক্রম চালানো হয়। সত্যতা নিশ্চিত করে অভিযান শুরু করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও রূপনগরসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় জড়িতদেও গ্রেপ্তার করার পর এখন অপরাধীদের তৎপরতা কিছুটা কমেছে। এরপর পুলিশের অভিযান অব্যাহত আছে বলে ডিসি মিডিয়া বলেন। গোয়েন্দা পুলিশ অনেককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অভিযান চলবে।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে

» দীপু চন্দ্র দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্বদানকারী ইয়াসিন গ্রেপ্তার

» ‘টাকা আত্মসাৎ’: সালমান রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে আরও মামলা

» ‘ঋণ জালিয়াতি’: ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

» ২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’, দাম বেঁধে দেবে সরকার, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

সম্প্রতি