image

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ নিহতের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ অনলাইন রিপোর্ট

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওয়াসদাদো ক্যাবেয়ো দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেশটিতে যে হামলা চালিয়েছে তাতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। বুধবার রাতে তিনি এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তবে তিনি সুনির্দিষ্টভাবে কোথায় এই দাবি করেছেন তা বিস্তারিতভাবে জানানো হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, শনিবার ভোররাতে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলা ও স্থল অভিযান চালানো হয়। এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ক্ষমতাচ্যুত মাদুরো বর্তমানে নিউইয়র্কের একটি আটককেন্দ্রে আটক রয়েছেন। নগরীর একটি ফেডারেল আদালতে তাকে মাদক পাচার সংক্রান্ত একাধিক ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে।

ক্যাবেয়ো আরও জানিয়েছেন, মার্কিন বাহিনীর অভিযানের সময় নিকোলাস মাদুরো হাঁটুতে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান। মার্কিন বাহিনী মাদুরোর সঙ্গে সিলিয়া ফ্লোরেসকেও আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। তিনিও নিউইয়র্কের একটি আটককেন্দ্রে রয়েছেন।

এর আগে ভেনেজুয়েলার সরকার মার্কিন হামলায় নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে দেশটির সামরিক বাহিনী তাদের ২৩ জন নিহত সদস্যের একটি তালিকা প্রকাশ করেছিল।

ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর নিরাপত্তা ইউনিটের একটি বড় অংশকে ’ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন অভিযানে নিহত সামরিক বাহিনীর সদস্যদের স্মরণে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন।

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে ক্যাবেয়ো রদ্রিগেসের প্রশংসা করে তাকে ’সাহসী” বলে বর্ণনা করেছেন। নিকোলাস মাদুরোর পর ভেনেজুয়েলার ক্ষমতা কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে স্বরাষ্ট্র, বিচার ও শান্তিমন্ত্রী দিওয়াসদাদো ক্যাবেয়োকে বিবেচনা করা হয়।

মাদুরোকে আটকের পর এখন ক্যাবেয়োর ওপর চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রাম্প প্রশাসন তাকে সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের দাবি মানতে সহযোগিতা না করলে ক্যাবেয়োও লক্ষ্যবস্তু তালিকার শীর্ষে থাকতে পারেন।

সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দাবি মানতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসকে পূর্ণ সহযোগিতা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে ক্যাবেয়োকে। তা না হলে তাকেও মাদুরোর মতো ভাগ্য বরণ করতে হতে পারে।

‘জাতীয়’ : আরও খবর

» ডেঙ্গু: ডেঙ্গুতে আরও ৩৫ জন হাসপাতালে

» দীপু চন্দ্র দাস হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্বদানকারী ইয়াসিন গ্রেপ্তার

» ‘টাকা আত্মসাৎ’: সালমান রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে আরও মামলা

» ‘ঋণ জালিয়াতি’: ওরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করবে দুদক

» ২৯৫ ওষুধ ‘অত্যাবশ্যকীয়’, দাম বেঁধে দেবে সরকার, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত

সম্প্রতি