image
ছবিঃ সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রেজা কিবরিয়াকে শোকজ

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস প্রদান করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত ৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং আজমিরীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এ শোকজ নোটিস জারি করা হয়।

নোটিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত দুটি পৃথক অভিযোগের ভিত্তিতে ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম অভিযোগটি দায়ের করেন নবীগঞ্জ উপজেলার ওসমানী রোড এলাকার বাসিন্দা জিতু মিয়া সেন্টু। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় ড. রেজা কিবরিয়া তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন।

অপর অভিযোগটি দায়ের করেন নবীগঞ্জ মধ্যবাজার এলাকার বাসিন্দা মসফিকুজ্জামান চৌধুরী নোমান। অভিযোগে বলা হয়, গত ৩ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয়।

উভয় অভিযোগের সঙ্গে ঘটনাস্থলের প্রমাণ হিসেবে ছবি সংযুক্ত করা হয়েছে বলে নোটিসে উল্লেখ রয়েছে।

নোটিসে আরও বলা হয়, ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অনুসন্ধান শেষে নির্বাচন কমিশনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ কেন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি