ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল জমাদানের সময় শেষ হয়েছে। পাঁচ দিন শেষে শুক্রবার, (০৯ জানুয়ারী ২০২৬) পর্যন্ত সবমিলিয়ে ৬৪০টি আপিল জমা পড়েছে। আজ থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু করবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার শুনানি নিয়ে এসব আপিল নিষ্পত্তি করবেন। এ সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত থাকেন।
ইসির আইন শাখার কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আপিল শুনানি হবে নির্বাচন ভবনের মিলনায়তনে, প্রথমদিন অন্তত ৭০টি আপিল আবেদনের উপর শুনানির কথা রয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। প্রতিটি আবেদনের বিপরীতে শুনানির সময় আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কক্ষে প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী ১ হাজার ৮৪২ জন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে গত সোমবার থেকে। প্রথমদিন ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষদিনে অন্তত ১৭১টি আপিল জমা পড়েছে। এ নিয়ে পাঁচ দিনে মোট ৬৪০টি আপিল আবেদন হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদনই বেশি, ডজন খানেক আবেদন হয়েছে বৈধ প্রার্থীর মনোনয়নত্র বাতিল চেয়ে।
রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন যারা করছেন, তারা ‘ইনসাফ পাবেন’ বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন। আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে গত বৃহস্পতিবার সিইসি বলেছেন, ‘আমরা ইনসাফে বিশ্বাসী; আমরা ইনসাফ করবো। শুনানির পরে দেখবেন আইন, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সে ধরনের সিদ্ধান্ত দেব। আইন সবার জন্য সমান, সবাই মানতে বাধ্য।’
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি (আজ) থেকে ১৮ জানুয়ারি (আগামী) পর্যন্ত শুনানি করে এসব আপিল নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই জানা যাবে এবার ভোটে কতজন প্রার্থী লড়াইয়ে থাকছেন। রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি। সেদিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হবে।