জুলাই সনদের প্রতিটি অক্ষর ১৪শ’ মানুষের রক্তে লেখা: আলী রীয়াজ

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

সংবিধান সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদটি কাগজে ছাপা হয়েছে কালো কালি দিয়ে, কিন্তু এর প্রতিটি অক্ষর লেখা হয়েছে ১৪শ’ মানুষের রক্ত দিয়ে। এই সনদের তাৎপর্য আমাদের সবাইকে মনে রাখতে হবে। ফ্যাসিবাদ যেন ভবিষ্যতে আর কখনো ফিরে আসতে না পারে, সেজন্যই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার, (১৪ জানুয়ারী ২০২৬) বিকেলে রংপুর শহরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত রংপুর বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদের মাধ্যমে একটি সাম্যভিত্তিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য, যাতে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই ব্যবস্থাটি আমরা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে চাই। আগামী ৫, ১০ কিংবা ২০ বছরে দেশ কীভাবে চলবে, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্যে ইমামরাও রয়েছেন। জনগণ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, অনেকে আত্মহুতি দিয়েছেন, গুম হয়েছেন। তাদের এই আত্মত্যাগ আমাদের বাস্তবায়ন করতে হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, এ দেশে মানুষ গুমের শিকার হয়েছে, বোনেরা ভাইয়ের ফেরার অপেক্ষায় থেকেছেন, বিচারবহির্ভূত হত্যাকা- ঘটেছে, মানুষ নির্যাতিত হয়েছে। ১৬ বছরের এই ইতিহাসে যারা প্রাণ দিয়েছেন, যে মা তার সন্তান হারিয়ে বুক খালি করেছেন, তারা আমাদের উপর একটি দায়িত্ব রেখে গেছেন। আমরা যারা জীবিত আছি এবং যারা স্বৈরাচারকে পরাস্ত করেছি, আমাদের দায়িত্ব হলো যেন সেই স্বৈরাচার আর কখনো ফিরে না আসে। সে লক্ষ্যেই এই গণভোট।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, কেউ যদি মসজিদের ইমামদের ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে কথা বলতে বাধ্য করে বা বাধা দেয়, তবে তারা ফ্যাসিবাদের দোসর। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে আইনগত কোনো বাধা নেই। তিনি ইমামদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়া এবং সাধারণ মানুষকে এতে অংশ নিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ছাড়া দেশের সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

সমাবেশে রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক ইমাম অংশ নেন। এছাড়া বক্তব্য দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘জাতীয়’ : আরও খবর

» খেলাফতের মামুনুলকে কারণ দর্শানোর নোটিশ ইসির

» শিপিং করপোরেশনের ‘মুনাফা ৩০৬ কোটি টাকা’, লাভ ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

» বাহরাইনে ‘পোস্টাল ব্যালট বিতরণ’ করার ঘটনা নিয়ে তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

» বাংলাদেশে আগমনী বা অন-অ্যারাইভাল ভিসা স্থগিত: পররাষ্ট্র উপদেষ্টা

» বিগত ৩ নির্বাচনে আ’লীগকে জয়ী করতে গোয়েন্দা সংস্থার অনেকে ‘স্বপ্রণোদিত’ ছিলেন: প্রতিবেদন

সম্প্রতি