ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগে লিফলেট বিতরণের কারণে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে লিখিত ব্যাখ্যা দিতে বলেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন মামুনাল হক। এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন আগামী ২১ জানুয়ারি।