নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নেই, বাংলাদেশ দলের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব বলে আইসিসি প্রতিনিধিকে জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে তিনি সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এর আগে, সকাল ১১টায় সচিবালয়ে আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আইসিসি তাদের নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ রিপোর্ট আমাদের দেখিয়েছে যেখানে ভারতকে নিরাপদ দাবি করা হয়েছে। কিন্তু আমরা তাদের বলেছি যে মাঠের ভেতরের নিরাপত্তা আর বাইরের পরিবেশ এক নয়। আমরা ক্রিকেটারদের কোনো ধরনের মানসিক বা শারীরিক ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না।
বৈঠকে বিসিবি যে প্রস্তাবটি দিয়েছে অর্থাৎ আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদলবদল করা, সেটি অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
বৈঠক শেষে তিনি স্পষ্ট ভাষায় জানান যে, বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং গ্যালারিতে থাকা সমর্থকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। তিনি আইসিসি প্রতিনিধিকে সাফ জানিয়ে দিয়েছেন যে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের মাটিতে টিম টাইগার্সকে পাঠানোর মতো অনুকূল পরিবেশ নেই বলে সরকার মনে করে।
আসিফ নজরুল বলেন, আয়ারল্যান্ডের বর্তমানে শ্রীলঙ্কায় খেলার সূচি রয়েছে, আর বাংলাদেশ ভারতে। যদি এই গ্রুপ দুটি কেবল পরিবর্তন করে দেওয়া হয়, তবে সূচির বড় কোনো হেরফের ছাড়াই বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারবে। এটি আইসিসির জন্য একটি সহজ সমাধান হতে পারে যদি তারা আন্তরিক হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আমরা ক্রিকেট খেলতে চাই এবং বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ নিয়ে কোনো দ্বিধা নেই। তবে সেই খেলাটি হতে হবে নিরাপদ কোনো ভেন্যুতে, যা এই মুহূর্তে আমাদের কাছে শ্রীলঙ্কা। আইসিসি প্রতিনিধি আমাদের কথাগুলো মন দিয়ে শুনেছেন এবং তিনি এটি দুবাইয়ে তাদের প্রধান কার্যালয়ে জানাবেন। আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এখন বল আইসিসির কোর্টে। তারা যদি আমাদের যৌক্তিক দাবি মেনে না নেয়, তবে পরবর্তী করণীয় নিয়ে আমরা বিসিবির সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। তবে একটি বিষয় নিশ্চিত, নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ সরকার এক চুলও ছাড় দেবে না।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বৈঠকে আইসিসি প্রতিনিধিকে জানান, ক্রিকেটারদের মানসিক স্বস্তি ও নিরাপত্তার প্রশ্নে বোর্ড কোনো ঝুঁকি নিতে রাজি নয়। আইসিসি প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ বাংলাদেশ সরকারের এই প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং তিনি জানিয়েছেন যে, আজকের আলোচনার বিস্তারিত প্রতিবেদন তিনি দ্রুতই দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে জমা দেবেন। আইসিসি প্রতিনিধি বারবার ভারতের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করলেও বিসিবি ও সরকারের যৌথ অবস্থানের কারণে বিষয়টি এখন আইসিসি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বৈঠক সূত্রে জানা গেছে, আইসিসি আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাদের বোর্ড সভায় বাংলাদেশের এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করবে। যদি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের বিষয়টি গৃহীত হয়, তবে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাবে। অন্যথায়, বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি জানিয়েছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ইতিবাচক থাকতে চায়।
সারাদেশ: চুনারুঘাটে যুবকের মরদেহ উদ্ধার
সারাদেশ: বেগমগঞ্জে পরিত্যক্ত এলজি উদ্ধার
সারাদেশ: বেগমগঞ্জে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ