image

গুলশান-বনানীর অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে রিট

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী জায়গায় অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ ও বার বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই রিট করেন। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র‌্যাব প্রধান, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার মতো অভিজাত এলাকায় অনুমোদন না থাকা সত্ত্বেও সিসা বার বা লাউঞ্জ নামে প্রতিষ্ঠান চলছে, যেখানে তামাকজাত সিসার সঙ্গে মাদকদ্রব্য ব্যবহারের পাশাপাশি অনৈতিক কার্যক্রমও সংগঠিত হচ্ছে। জাতীয় আইন অনুযায়ী সিসা বা হুক্কা বার পরিচালনা আইনত নিষিদ্ধ, তবুও রাজধানীর বিভিন্ন স্থানে এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে।

রিট দাখিলের আগে ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের কাছে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিল পক্ষ থেকে লিগ্যাল নোটিস পাঠানো হয়। নোটিসে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল।

আবেদনটিতে বলা হয়েছে, রাজধানীতে একশর বেশি সিসা লাউঞ্ছ রয়েছে, যেগুলোর কিছুতে মাদক, সিসা ও অ্যালকোহলের সঙ্গে যৌনসুলভ কার্যক্রমও ঘটছে। রাত গভীর হলে এগুলো যুবকদের কাছাকাছি গোপন আড্ডাস্থল হিসেবেও পরিণত হচ্ছে। এমন কর্মকাণ্ডের কারণে সামাজিক ও আইনি তথা জনস্বাস্থ্যের ওপর ব্যপক নেতিবাচক প্রভাব পড়ছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।

হাইকোর্ট এখন এই আবেদনটি সম্ভাব্য শোনানি ও সিদ্ধান্তের জন্য নির্ধারিত করবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি