image
রংপুরে চীনা রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে পরিবেশ ও তথ্য উপদেষ্টার তিস্তা নদী পরিদর্শন -সংবাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলতি বছর শুরু হচ্ছে না

নির্বাচিত সরকারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চুক্তি করতে চায় চীন

লিয়াকত আলী বাদল, রংপুর

পরিবেশ জলবায়ু ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন কাজ চলতি বছরের ২৬ জানুয়ারি (আগামী) থেকে শুরু করার কথা থাকলেও তা করা যাচ্ছেনা এখনও কোনো চুক্তি হয়নি এমনকি এখনও সম্ভাব্যতা যাচাই শেষ হয়নি। তবে প্রকল্পটি নির্বাচিত সরকারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হওয়া উচিত। আমরা আশাবাদি চলতি বছরেই কাজ শুরু হবে।

তিনি সোমবার, (১৯ জানুয়ারী ২০২৬) দুপুরে বাংলাদেশের চীনা রাষ্ট্রদুতকে সঙ্গে নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার রেলওয়ে তিস্তা ব্রিজের কাছে তিস্তা নদীর সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

উপদেষ্টা তিস্তা পাড়ের মানুষকে হতাশ না হবার আহ্বান জানিয়ে বলেন, আমরা বলেছিলাম চলতি বছরের ২৬ জানুয়ারি (আগামী) থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করবো। এই তারিখ আমরা দিয়েছিলাম চীন সরকারের কাছে সে জন্য সম্ভাব্য তারিখ বলেছিলাম কিন্তু তা করা যায়নি। কোন বড় প্রকল্প নিয়ে কথা বললে সম্ভাব্য তারিখ দিতে হয় তাই বলেছিলাম। তিনি আশ্বস্ত করে বলেন আজকে চীনা রাষ্ট্রদূতসহ আমরা এখানে আসলাম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করলাম। চীন সরকার তিস্তা প্রকল্পের পুরো টাকা দিবেনা আমরা ২ হাজার টাকা দেবার কথা বলেছিলাম সেই টাকা দিয়ে তো অন্তবর্তীকালিন সরকারের আমলেই কাজ শুরু করা যেতো কেন সেটা করা হলোনা এমন প্রশ্নের উত্তরে তিনি সম্ভাব্যতা যাছাই বাছাই শেষ হয়নি তার আগে আমরা টাকা বরাদ্দ দিলে যদি প্রকল্পটা বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি হতো তাহলে সমস্যা দেখা দিতো বলেই টাকা দেয়া হয়নি বলে জানান তিনি।

তাছাড়া রাজনৈতিক দলগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের অগ্রাধিকারের কথা বলেছে। তিস্তা প্রকল্পটি জটিল প্রকল্প আমরা প্রকল্পের মধ্যে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন, নদী ভাঙনরোধ ও জমিতে সেচ দেবার ব্যাবস্থা এই ৩টি বিষয় প্রকল্পে রেখেছি। আশা করি, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়িত হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন এই প্রকল্পটা নির্বাচিত সরকারের মাধ্যমে করা ভালো আগামী নির্বাচিত সরকার যাতে কাজটা করতে পারে সে জন্য আমরা অনেক কাজ আগিয়ে রাখছি বলে জানান।

চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন আমরা তিস্তা প্রকল্পের কাজের ফিজিবিলিটি ষ্টাডির কাজ চলছে । তবে আমরা এই প্রকল্পে কাজ করতে চাই। কবে নাগাদ শুরু করা যাবে তার টাইম লাইন বলা সম্ভব নয় বলে জানান।

এর আগে উপদেষ্টা চীনা রাষ্ট্রদুতকে সঙ্গে নিয়ে নৌকায় করে তিস্তা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উত্তরের ৫ জেলা বেষ্টিত তিস্তা নদীর গতি-প্রকৃতি ও সংকট তুলে ধরেন। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তালুক শাহবাজপুরে তিস্তা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিস্তা রক্ষা আন্দোলনের নেতারা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের একান্ত বৈঠক অনুষ্ঠিত এদিকে গতকাল রোববার রাতে বাংলাদেশে অবস্থিত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনসহ প্রতিনিধি দলের সাথে বিএনপির নেতাদের রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত হোটেল গ্রান্ড প্যালেসে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির অহবায়ক ও রংপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামসুজ্জহামান শামুর নেতৃত্বে অন্যান্যরা হলেনÑ কুড়িগ্রাম ৩ আসনের বিএনপি প্রার্থী তানভিরুল ইসলাম জেলা বিএনপি নেতা সাজেদুর রহমান রানা। রাত ৮ টা থেকে পৌনে ৯ টা পর্যন্ত ৪৫ মিনিট ব্যাপি একান্ত বৈঠকে চীনা প্রতিনিধিদল বিএনপি নেতাদের কাছে জানতে চান সামনে নির্বাচন বিএনপির কেমন অবস্থা, জয় লাভের ব্যাপারে কতটা আশাবাদী তারা। বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি নেতারা তাদের জানিয়েছেন, দেশের জনগণ এবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। তারাও আশাবাদূ সংখ্যাগরিষ্ট আসনে তারা বিজয়ী হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি কি ভাবছে এমন প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা চীনা প্রতিনিধি দলকে বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর অঞ্চলের তিস্তা পাড়ের মানুষ অনেকদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ক্ষমতায় আসলে মহাপরিকল্পনা বাস্তবায়িত করা হবে। আমরা চাই দ্রুত এ ব্যাপারে কাজ শুরু করা হোক। চীনা নেতারা তাদের বলেছেন, আমরা নির্বাচিত সরকার আসার অপেক্ষায় আছি। বর্তমান অন্তবর্তীকালিন সরকারের সঙ্গে আমরা এ ব্যাপারে কোনো চুক্তি করতে চাইনা। নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী হয় তখন তাদের সঙ্গে আমরা চুক্তি করবো।

এ ব্যাপারে রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চীনা রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলের সঙ্গে তাদের বৈঠকের কথা স্বীকার করেন এটা পূর্ব নির্ধারিত বৈঠক ছিল তারা আসবেন আমাদের সাথে কথা বলবেন এটা আগেই জানানো হয়েছিলো তাদের। তিনি বলেন চীনা প্রতিনিধিদল নির্বাচিত সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্প নিয়ে কাজ করতে চায় বলে তাদের জানিয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» অর্থ আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

» ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোই গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

» নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে

» ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

» আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

» সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৬৪৫ ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ নেই ৫৭৪টিতে: প্রধান উপদেষ্টার দপ্তর

» ভোটের দোরগোড়ায় এসে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন, অভিযোগ পক্ষপাতেরও

» গণভোট দেশের স্বার্থে, দলের নয়: আসিফ নজরুল

সম্প্রতি