image
দিনাজপুরে পাবর্তীপুর উপজেলায় বড়পুকুরিয়ার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র -সংবাদ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ

চিত্ত ঘোষ, দিনাজপুর

৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাত্র ৪ দিন বিদ্যুৎ উৎপাদন করা হয় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটিতে। তবে বয়লারের টিউব ফেটে গিয়ে সেটিরও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। এদিকে কর্তৃপক্ষ বলছেন- যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ায় এবার উৎপাদনে ফিরতে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়।

দেশের অন্যতম দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর হতে বন্ধ রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এর আগে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ হয়ে যায় ২০২৫ সালের ৩০ ডিসেম্বর। ১৫ দিন পর গত ১৪ জানুয়ারি উৎপাদনে আসলেও ৪ দিন বিদ্যুৎ উৎপাদনের পর বয়লারের টিউব ফেটে যাওয়ায় গত রোববার সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটিও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পোনে ৭টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বককর সিদ্দিক জানিয়েছেন, রোববার (গতকাল) সকালে প্রথম ইউনিটের বয়লারের পুরো টিউব ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি ঠা-া হলে এটির মেরামতকাজ শুরু হবে। তবে, বিদ্যুৎ কেন্দ্রটির আবার কবে উৎপাদনে ফিরবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। এবার উৎপাদনে ফিরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। প্রথম ইউনিটটি অনেক পুরনা, প্রতি ৫ বছর পর পর মেরামত করতে হয়। ইতোমধ্যে ২০ বছর হয়ে গেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালিত বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পরিচালিত ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটি মেরামতে কাজ করছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ পৌঁছালে আবার তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু করা সম্ভব হবে। তারপরও আশা করছি, আগামী মার্চে উৎপাদনে ফিরতে পারে। আর দ্বিতীয় ইউনিটির যন্ত্রাংশ দাম বাড়ার অজুহাতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান গরিমসি করছে।

এদিকে ৫৩ কোটি ৮২ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিটটির মেরামত/সংস্কারের কাজ চলছে। কর্তৃপক্ষের আশা প্রয়োজনীয় মেরামত শেষে ফেব্রুয়ারির শেষের দিকে এই ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার উপর নির্ভর করে ২০০৬ সালে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রেটি নির্মাণ করা হয়। বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লা দিয়ে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপবিদুৎ কেন্দ্রর ৩টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলে। যা থেকে উৎপাদিত বিদুৎ জাতীয় গ্রিডে যোগ করা হয়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে লোড শেডিং এর কিছুটা প্রভাব পড়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের ভারি, মাঝারি শিল্পকারখানা গুলোসহ সেচ মৌসুম ব্যাহত হবে। উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিদ্যুৎ সংকট বিরাজ করছে।

‘জাতীয়’ : আরও খবর

» অর্থ আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

» ডিগ্রি নয়, অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোই গুরুত্বপূর্ণ: শিক্ষা উপদেষ্টা

» নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে

» ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

» আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

» সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৬৪৫ ঘটনায় ‘সাম্প্রদায়িক উপাদান’ নেই ৫৭৪টিতে: প্রধান উপদেষ্টার দপ্তর

» ভোটের দোরগোড়ায় এসে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন, অভিযোগ পক্ষপাতেরও

» গণভোট দেশের স্বার্থে, দলের নয়: আসিফ নজরুল

সম্প্রতি