image

শূন্যহাতে ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

সংবাদ অনলাইন রিপোর্ট

অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ও আইনি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র আরও ৩৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে (চার্টার বিমান) এক নারীসহ ৩৬ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা ব্যক্তিরা মূলত উন্নত জীবনের স্বপ্ন দেখেই বিদেশে গিয়েছিলেন। অনেকেই পরিবারের জমি-গয়না বিক্রি করে বা ঋণ নিয়ে প্রায় ৪০–৮০ লাখ টাকা খরচ করেছিলেন। তবে সময়ের পরীক্ষায় সেই স্বপ্ন ভেঙে শূন্য হাতে দেশে ফিরেছেন।

ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম-এর সহযোগী পরিচালক শরিফুল হাসান গণমাধ্যমকে জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির মাধ্যমে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে।

ফেরত আসা ৩৬ জনের মধ্যে ২১ জন নোয়াখালীর, ২ জন লক্ষ্মীপুরের ও মুন্সীগঞ্জ, ঢাকা, লালমনিরহাট, শরীয়তপুর, বরগুনা, ফেনী, সিরাজগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম ও নেত্রকোনা জেলারও একজন করে সদস্য রয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২৯৩ জনে পৌঁছেছে। অনেকেই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্র পৌঁছানোর চেষ্টা করেন; দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

বেশিরভাগের কাছে এই যাত্রা ছিল দালালদের মাধ্যমে। ফেরত আসা অনেকেই প্রাণবাজি দিয়ে অর্থ খরচ করেও বড় ক্ষতির মুখে পড়েছেন। যা আইনী ও নিরাপত্তা ঝুঁকির বিপজ্জনক বাস্তবতা তুলে ধরে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি