image

৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায় গেলো পোস্টাল ব্যালট

সংবাদ অনলাইন রিপোর্ট

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধিত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসী ভোটারের ঠিকানায় ইতিমধ্যে পোস্টাল ব্যালট পৌঁছেছে।

মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিশন জানিয়েছে, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই ব্যালটগুলো পাঠানো হয়েছিল। যার মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬২৫ জন ভোটার ইতিমধ্যে তাদের ব্যালট খামের কিউআর (QR) কোড স্ক্যান করে প্রাপ্তি নিশ্চিত করেছেন। প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছিলেন। এবারের নির্বাচনে মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পর্যায়ক্রমে ব্যালট পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

তবে সঠিক ঠিকানা না থাকা বা সংশ্লিষ্ট ঠিকানায় ভোটারকে না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট ফেরত এসেছে বলেও ইসি সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে, যেখানে ২ লাখ ৩৭ হাজার ৫২৯ জন প্রবাসী ভোটার রয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪,১৭৪ জন, কাতারে ৭৫,৮৬৯ জন এবং ওমানে ৫৬,০৬৩ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত, সিঙ্গাপুর ও ইতালি।

ইসি জানিয়েছে, বিমানের পাশাপাশি এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে এই ব্যালটগুলো দ্রুততম সময়ে পাঠানো হয়েছে। ​প্রবাসী ভোটাররা প্রতীক বরাদ্দের পর (যা আগামীকাল ২১ জানুয়ারি নির্ধারিত) তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপারটি পুনরায় ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠাবেন।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি