বাংলাদেশে বিদেশে চিকিৎসা আরও সহজ ও সুলভ হবে। মালয়েশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সানওয়ে হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য জেজি হেলথকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে জেজি হেলথকেয়ার বাংলাদেশে সানওয়ের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে।
চুক্তির ফলে বাংলাদেশি রোগীরা জেজি হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও হাসপাতাল ভর্তি সহায়তা পাবেন। ভিসা, বিমান টিকেট ও আবাসন ব্যবস্থাপনা পরিচালনা করবে সহযোগী প্রতিষ্ঠান স্টেক হলিডেজ লিমিটেড। এতে রোগীদের একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ঝামেলা দূর হবে এবং বিশেষ ডিসকাউন্টে ওয়ান-স্টপ সেবা মিলবে।
জেজি হেলথকেয়ার ও স্টেক গ্রুপের সিইও তারেক আবদুল্লাহ বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশি রোগীদের জন্য বিদেশে চিকিৎসার পুরো প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করবে। আমরা সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সানওয়ের আন্তর্জাতিক প্রকল্প প্রধান লিম ওয়েই ই বলেন, ‘বাংলাদেশে জেজি হেলথকেয়ারকে আমাদের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীরা বিশ্বমানের চিকিৎসা সহজে গ্রহণ করতে পারবেন।’ মালয়েশিয়ার সানওয়ে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান করছে এবং বাংলাদেশি রোগীদের মধ্যে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।