সাবেক সচিব মহিবুলের সোয়া কোটি টাকার জমি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংবাদ অনলাইন রিপোর্ট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও তার মেয়ে মোশরেকা মৌমিতা হকের প্রায় সোয়া একটি কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার, (২১ জানুয়ারী ২০২৬) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এছাড়া মহিবুল হক ও তার স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২১টি হিসাব অবরুদ্ধের আদেশ এসেছে, এসব হিসাবে ৪ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৫৫৪ টাকা থাকার কথা বলা হয়েছে দুদকের আবেদনে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য দিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়, মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন ‘অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা ‘আত্মসাৎ করে বিদেশে পাচার’, নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।

অনুন্ধানের বরাতে দুদক বলছে, মহিবুল হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ছয়টি দলিলে মোট ১ দশমিক ৭২৭৭৮ একর ও তার মেয়ে মোশরেকা মৌমিতা হকের নামে ফকিরহাট উপজেলায় দশমিক ১২৪৩ একর জমির তথ্য পাওয়া যায়। এছাড়া মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ নম্বর রোডে ১৯০ নম্বর প্লটে তৈরি একটি ভবনে ২৭০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট রয়েছে, যার নম্বর ৫/এ।

এছাড়া ৮টি ব্যাংক/জাতীয় সঞ্চয় অধিদপ্তরে মহিবুল হক ও তার স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে সর্বমোট ২১টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। ওইসব হিসাবে মোট স্থিতি ৪ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ৫৫৪ টাকা।

দুদক বলছে, মহিবুল হক ও তার পরিবারের সদস্যরা তাদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি অন্যত্র ‘হস্তান্তর, স্থানান্তর বা বেহাত’ করার চেষ্টা করছেন। এ অবস্থায় তাদের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন মনে করছে সংস্থাটি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকার মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে আটক করে পুলিশ।

দুর্নীতির মামলায় ছাড়াও একটি হত্যা মামলায় মহিবুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতায় দলটির কর্মী শামীম নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় এই হত্যা মামলা কর হয়।

‘জাতীয়’ : আরও খবর

» সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার করার সুপারিশ

» ৭৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী, একযোগে বহিষ্কার ৫৯

» নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা

» বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে, জানালো আইসিসি

» ইসির সম্মতিতে ৮ ইউএনও বদলি

সম্প্রতি