বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

চিত্ত ঘোষ, দিনাজপুর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন আবারও শুরু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু হয়। রাতেই ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন গড়ে ৫০-৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ইউনিটটি সচল রাখতে প্রতিদিন ৭০০-৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। তবে কয়লার মজুদ রয়েছে সন্তোষজনক।

তিনি আরও জানান, গতকাল বুধবার দুপুর ৩টায় প্রথম ইউনিটের বয়লারে ফায়ারিং শুরু করা হয় এবং রাত ৯টার কিছু সময় পর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বর্তমানে কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটির মেরামত কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের শেষদিকে ৩ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, দেশের মধ্যে প্রথম দিনাজপুরে প্রতিষ্ঠিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট ইউনিট রয়েছে ৩টি। ১ নম্বর ও ২ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং ৩ নম্বর ইউনিটটির উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট, ৩টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। এছাড়া গত বছরের ১৬ অক্টোবর একই কারণে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।

গত দুইমাসে কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি ৪ বার বন্ধ হয়। ইউনিটটি চালু হলেও টানা ৪-৫ দিনের বেশি উৎপাদনে থাকতে পারছে না। গত বছরের ৬ ডিসেম্বর দুপুরে ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং ১৩ ডিসেম্বর রাতে পুনরায় উৎপাদনে ফেরে। পরে ৩০ ডিসেম্বর আবারও ইউনিটটি বন্ধ হয়। দীর্ঘ ১৫ দিন পর ১৪ জানুয়ারি উৎপাদনে এলেও মাত্র চার দিন পর বয়লারের টিউব ফেটে ১৮ জানুয়ারি বেলা ১১টায় ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন আবার বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট হতেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

‘জাতীয়’ : আরও খবর

» উপদেষ্টা পরিষদে জুয়া প্রতিরোধসহ ৮ অধ্যাদেশ অনুমোদন

» এবার ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

» নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি: ভোটে ছুটি থাকছে টানা চার দিন

সম্প্রতি