image
ছবিঃ সংগৃহীত

‘ইলেকশনের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে’

প্রতিনিধি, মানিকগঞ্জ

ইলেকশনের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। দেশের বিভিন্ন জায়গায় যে বিশাল বিশাল জনসমাবেশ হচ্ছে, সেখানে হাজার হাজার থেকে লাখ লাখ মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। এসব সমাবেশ স্পষ্ট বার্তা দিচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আরও বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে, তার ব্যালট আগেই চুরি হয়ে গেছে। কোথাও আবার ভোটারদের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে।

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারিভাবে ব্যাখ্যা দেয়া হয়েছে। কেন এই সরকার হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। তাছাড়া আলী রিয়াজ স্যারও খুব পরিষ্কারভাবে বলেছেন কেন হ্যাঁ ভোট দিতে হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি