image

‘কূটনীতিকরা পরামর্শ দিলেন না, করলেন শুধু প্রশ্ন’

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সামনে নির্বাচনী ব্যবস্থার পুরো চিত্র তুলে ধরেন।

বৈঠক থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করবে নির্বাচন কমিশন। যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে যেতে পারেন। বিষয়টি কূটনৈতিকদের সামনে তুলে ধরা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৈঠকে কূটনীতিকেরা কোনো পরামর্শ দেননি। তবে পোস্টাল ব্যালট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন করেছেন। নির্বাচন কমিশন নিরাপত্তাব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছে। কোনো কোনো দল এই নির্বাচনে যে নেই, সে বিষয়ে কোনো প্রশ্ন এসেছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অন্য কোনো প্রশ্ন কূটনীতিকেরা করেননি।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনে সেনা–নৌ–বিমানবাহিনী, বিজিবি–র‍্যাব–আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

খুব সুন্দর আলোচনা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কী কী প্রস্তুতি নিয়েছে, তা কূটনীতিকদের জানানো হয়েছে। তারা (কূটনীতিকেরা) খুব খুশি হয়েছেন। তারা আস্থাশীল যে নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি