সংস্কার নিয়ে ‘একটি দলের আওয়াজ’ বন্ধ হয়ে গেছে: আসিফ মাহমুদ

চট্টগ্রাম ব্যুরো

সংস্কার নিয়ে ‘একটি দলের আওয়াজ’ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার, (২৬ জানুয়ারী ২০২৬) চট্টগ্রামের বোয়ালথালী উপজেলার ফুলতলা এলাকায় এনসিপির নির্বাচনি পথসভায় তিনি এ মন্তব্য করেন।

কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল বিগত ১৭ বছর সংস্কার সংস্কার বলে আসছে। কিন্তু যখন সংষ্কারের সময় এসেছে, তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে।”

তিনি বলেন, “৫ অগাস্টের পর আগামী ১২ ফেব্রুয়ারি আরেক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল এসে উপস্থিত হয়েছে। দিনটি বাংলাদেশের মুক্তিকামী মানুষের। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবারও সেরকম একটি দিন হিসেবে ১২ ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। সে দিনটির জন্য আমরা ১৭ বছর প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন আমাদের রক্ত দিতে হবে না, সিল দিতে হবে। সিলের মাধ্যমে আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম, তা রক্ষা করতে পারব। সুতরাং এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

জুলাই আন্দোলনের নেতা আসিফ ভূঁইয়া বলেন, “আমরা দেখছি পরাজিত ফ্যাসিবাদী শক্তি এবং যারা নতুন করে ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠতে চায়, গণভোটে না ভোট দিতে তাদের মধ্যে এক ধরনের ঐক্য গড়ে উঠেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে তাদের সেই ঐক্য নস্যাৎ করে দেব।”

কোনো দলের নাম না নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, “৫ অগাস্টের আগে ১৭ বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন, গুম-খুন ও জেলখানায় অত্যাচার করা হয়েছে, তার একটা ডেমো আমরা গত ১৬ মাসে দেখেছি। আমরা দেখেছি ১৭ বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে । আমরা দেখেছি গ্রাম ও শহরের অলিগলি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত কীভাবে চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কয়েম হয়েছে। আমরা চাঁদাবাজ সন্ত্রাসীদের যদি আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, ব্যালটে বিপ্লব করতে হবে।”

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ও সিটি করপোরেশেনের ৩ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এ আসনে এনসিপি প্রার্থী করেছে জোবাইরুল হাসান আরিফকে। জামায়াত ইসলামী তাদের প্রার্থী দিয়েছিল ডা. আবু নাছেরকে। জোট গঠনের পর দুই প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।

২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের ঘণ্টা দুয়েক পর জামায়াত ইসলামীর পক্ষ থেকে চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নাছের সরে যাওয়ার ঘোষণা দেয়। আরিফের পক্ষে নির্বাচনি পথসভায় যোগ দিতে সোমবার চট্টগ্রামে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তিনি জোবাইরুল হাসান আরিফ ও বান্দরবানের প্রার্থী সুজাউদ্দিনের হাত ধরে তাদের সবার সামনে পরিচয় করিয়ে দেন।

‘জাতীয়’ : আরও খবর

» বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট

» উচ্চ আদালতের রায় উপেক্ষা, কয়লা ক্রয়ে নানা আয়োজন আরএনপিএলের

» জুলাই আন্দোলন: পৃথক দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

» জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

» ট্রাইব্যুনাল: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

সম্প্রতি