টেকনাফ (কক্সবাজার): মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন নাফ নদীর জলসীমায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় কয়েকজন কিশোর নাফ নদীতে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমারের দিক থেকে ১০–১২ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭) গুলিবিদ্ধ হন। সঙ্গে থাকা অন্যরা গুলির শব্দ পেয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
আহত দুই কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, সীমান্তের ওপারে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাই এ গুলি ছুড়েছে। সম্প্রতি বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের এক জনপ্রতিনিধি বলেন, নাফ নদীতে মাছ ধরতে যাওয়া মানুষের নিরাপত্তা এখন বড় ঝুঁকির মুখে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
টেকনাফ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।