বাগেরহাট জেলা কারাগারে বন্দী থাকা ২৩ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে আদালত। ৩ মাস ৮ দিন পর মঙ্গলবার, (২৭ জানুয়ারী ২০২৬) বিকেলে তাদের বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়। গত বছরের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই ভারতীয় জেলেদের আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে পুলিশ তাদের বাগেরহাট আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তারা বাগেরহাট কারাগারে আটক ছিলেন। ভারতীয় জেলেদের মুক্তির সময় খুলনায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাফিজ আল আসাদ, মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বাগেরহাট কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কারাগারে বন্দী থাকা ২৩ জন ভারতীয় জেলেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হয়েছে। মুক্তির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই ২৩ জন জেলেকে মোংলা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, আগামীকাল বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে এসব জেলেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আটক জেলেদের বিষয়ে নিয়মিত যোগাযোগ ও প্রক্রিয়ার মাধ্যমে এই মুক্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।