আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাত শেষে তিনি এমন মন্তব্য করেন। দায়িত্ব গ্রহণের পর সিইসির সঙ্গে এটিই ছিল রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দীর্ঘ এক ঘণ্টার এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠেয় জাতীয় গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের রাষ্ট্রদূত জানান, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষ নেবে না। বরং ওয়াশিংটন একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচন দেখতে চায়।
সিইসি তাঁকে নির্বাচনের জন্য নেওয়া প্রশাসনিক পদক্ষেপ, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং বিদেশি পর্যবেক্ষকদের যাতায়াত সংক্রান্ত নীতিমালা সম্পর্কে অবহিত করেছেন।
মার্কিন রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়ে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে। তবে পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর মার্কিন দূতাবাসের বিশেষ পর্যবেক্ষণ থাকবে এবং কোনো ধরনের কারচুপি বা সহিংসতার বিষয়ে ওয়াশিংটনের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবং নির্বাচনে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেছেন, নির্বাচন কমিশন একটি আন্তর্জাতিক মানের স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের কার্যকর সম্পৃক্ততা আরও স্পষ্ট হলো।
আন্তর্জাতিক: ইরানে হামলায় আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব
আন্তর্জাতিক: দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
আন্তর্জাতিক: বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী
আন্তর্জাতিক: ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান