image

২৪ কোটি টাকা আত্মসাৎ মামলা: এস আলম ও পি কে হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক নূরে আলম ভূঁইয়া ঋণ আত্মসাতের এই মামলায় এস আলম ও পি কে হালদারসহ মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। এই আদেশের মাধ্যমে ২৪ কোটি টাকা আত্মসাতের এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো। আদালত আগামী ১ মার্চ থেকে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

​আজকের শুনানির সময় কারাগারে থাকা আসামি রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক নির্বাহী উপ-প্রেসিডেন্ট রাশেদুল হক ও সাবেক ম্যানেজার নাহিদা রুনাইকে আদালতে হাজির করা হয়। তবে এস আলম ও পি কে হালদারসহ বাকি ১১ জন আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারক এই আদেশ দেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি শুনানিতে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে বিবাদীপক্ষের আইনজীবীরা আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিলে কাঠগড়ায় থাকা দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পলাতক আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

​মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৩ সালে ‘এ এম ট্রেডিং’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৪ কোটি টাকার মেয়াদি ঋণ অনুমোদন করিয়ে তা পরবর্তীতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করার মাধ্যমে আত্মসাৎ করা হয়। এই দুর্নীতির অভিযোগে গত বছরের ২ জুলাই দুদক মামলা দায়ের করে এবং তদন্ত শেষে অক্টোবর মাসে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, এই মামলাটিসহ গত তিন দিনে (সোম, মঙ্গল ও বুধবার) পৃথক তিনটি মামলায় এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গঠিত হলো। এস আলমের বিরুদ্ধে ব্যাংকিং খাতে নজিরবিহীন জালিয়াতি ও মুদ্রা পাচারের অভিযোগ রয়েছে, অন্যদিকে পি কে হালদার বর্তমানে ভারতে কারাবন্দি রয়েছেন এবং তার বিরুদ্ধে দুদকের দায়ের করা ৩৪টি মামলার মধ্যে একটিতে ইতিমধ্যে ২২ বছরের সাজা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

» গুলি করে হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন

» চুক্তি বাতিলের উদ্যোগের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়েছে আদানি

সম্প্রতি