image
আলীকদম সীমান্ত সড়ক পরিদর্শন করেন সরকারের দুই উপদেষ্টা -সংবাদ

আলীকদম পোয়ামুহুরী সীমান্ত সড়ক পরিদর্শনে দুই উপদেষ্টা

প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের দুই মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান ঢাকা থেকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে মেনদনপাড়া আর্মি ক্যাম্পে আগমন করেন। সেখানে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার উপদেষ্টাদের অভ্যর্থনা জানান।

বুধবার সকালে প্রয়োজনীয় নিরাপত্তা স্কটসহ সড়কপথে তারা পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পের ১৭ ইসিবির উদ্দেশে রওনা হন। দুপুরে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার ৫৭ এলাকায় চলমান সড়ক নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

?এ সময় উপদেষ্টাদ্বয় প্রকল্পের অগ্রগতি ও ব্যবহৃত কারিগরি পদ্ধতি এবং দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের চ্যালেঞ্জ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। তারা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সমাপ্তে গুরুত্বারোপ করেন। উপদেষ্টাদ্বয় ও সফরসঙ্গীরা পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পের অফিসার মেসে মধ্যাহ্নভোজ গ্রহণ করেন। পরে ১৭ ইসিবি ক্যাম্পের গোলঘরে বিশ্রামের পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও কৌশলগত আলোচনা করেন। উপদেষ্টারা বলেন, সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীর সঙ্গে দেশের মূল যোগাযোগ ব্যবস্থার সংযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এটি উন্নয়ন, নিরাপত্তা ও আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এদিকে ?আলোচনায় সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন,জরুরি সেবা সহজলভ্য করা এবং দুর্গম এলাকায় রাষ্ট্রীয় উপস্থিতি আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। দুপুরে পোয়ামুহুরী প্রকল্প ক্যাম্প ত্যাগ করে মেনদনপাড়া আর্মি ক্যাম্পে প্রত্যাবর্তন করেন। পরে বিকেলে সফরসঙ্গীসহ হেলিকপ্টারে করে রাঙামাটির উদ্দেশে যাত্রা করেন। ?পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রামের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার এবং স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন পিএসসিসহ অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

» গুলি করে হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন

সম্প্রতি