আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেট জেলার নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।

তিনি বলেন, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ড্রোন ব্যবহৃত হবে, তবে সব কেন্দ্রে নয়। এছাড়া বডিওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার থাকবেন। এই ১০ জনের মধ্যে ৩ জন থাকবেন আর্মড আনসার।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনো সময়ের তুলনায় এবার অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) সিলেট নগরীর সুবিদবাজারস্থ প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ ও ভালো অফিসার। সবাই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করছেন।

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার বিষয়ে এক নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কারণ ওই নির্বাচন কমিশনারের বক্তব্য আমি শোনিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইজিপি বাহারুল আলমসহ সিলেট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

» গুলি করে হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন

সম্প্রতি