বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের সঙ্গে তার কার্যালয়ে বুধবার, (২৮ জানুয়ারী ২০২৬) জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাপান ও বাংলাদেশের গবেষকদের মধ্যে কীভাবে যৌথ গবেষণা জোরদার করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশগত উন্নয়নে সহায়তা প্রদান, গবেষণার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদানসহ যৌথ গবেষণার সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

পরে জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতারা বিএমইউ’র ভাইস চ্যান্সেলর ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সেখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ ইসমাইল, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রাহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. মো. মোস্তাফিজুর রহমান, বিএমইউ’র রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলাম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান, পিএইচডি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল অ্যান্ড প্রিভেনটিভ মেডিসিন বিভাগের ড. সাহোকো ইচিহারা , ড. মিসে নাথান, ড. একেগামি আকিহিকো, ড. কিতামুরা ইউকি প্রমুখ উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

» গুলি করে হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন

সম্প্রতি