image

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে পাঁচ ছাত্রসংসদের ‘ঐক্যবদ্ধ’ প্রচার শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে প্রস্তাবিত আসন্ন গণভোটকে কেন্দ্র করে রাজপথে নামছে প্রধান পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ নামক সমন্বিত প্ল্যাটফর্মে এমন ঘোষণা দেওয়া হয়। এই জোটের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় দিতে উৎসাহিত করা এবং দেশজুড়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই তারা মাঠপর্যায়ে কর্মসূচি শুরু করছে এবং এই সিরিজের প্রথম গণজমায়েত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক বন্দরবাজার কোর্টপয়েন্টে।

​ডাকসুর জিএস এসএম ফরহাদ সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মটি প্রতিটি বিভাগীয় শহরে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। মূলত রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সরকার বা জাতীয় সনদ কমিটির মাধ্যমে প্রস্তাব করা হয়েছে, সেটির প্রতি ছাত্রসমাজের পূর্ণ সমর্থন জানানোর লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছেন। সিলেটে আগা‌মিকাল দুপুর দুইটায় কর্মসূচি শুরুর পর ধাপে ধাপে দেশের অন্যান্য প্রধান শহরেও একই ধরনের গণজমায়েত ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দিয়েছে এই ছাত্রনেতারা।

​সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, এবার রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত এই ম্যান্ডেট অর্জনেও তারা পিছপা হবে না।

ডাকসুর জিএস এসএম ফরহাদ তার বক্তব্যে জোর দিয়ে বলেন, গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরা এবং রাজনীতির নামে চলমান যেকোনো বিভ্রান্তি বা ভীতি দূর করাই তাদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ চাকসু, জাকসু এবং জকসুর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

» হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল আবারও তিনদিনের রিমান্ডে

» ভারত তাদের কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের কথা বাংলাদেশকে জানায়নি: পররাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি