ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ার আগে ১৯৭১ সালের ভুলের জন্য একটি দলকে মাফ চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।
পাকিস্তানি সেনাবাহিনীকে কারা সহযোগিতা করেছিল সেই প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘এগুলো ১৯৭১ সালে পাক সেনাবাহিনী করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল, এটাও আমরা খুব ভালো করে জানি। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। এই এলাকায় হিন্দু, মুসলমান ভাইরা আছেন। ১৯৭১ সালে পাক সেনাবাহিনী আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। বাড়িঘর ছেড়ে চলে গেছেন না ইন্ডিয়াতে, বাড়িঘর সবগুলো পুড়ায় দিয়েছিল না?’
একাত্তরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটাতে বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না। পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাংক সেটাও নিয়ে গিয়েছিল। আমার বাবার কনস্ট্রাকশন ব্যবসা ছিল, ট্রাক ছিল অনেকগুলো, সেগুলোও নিয়ে গিয়েছিল। ’
কোনো দলের নাম উচ্চারণ না করে বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের কৃতকর্মের জন্য চান। বলেন যে, ভুল করেছি ওইসময়। তারপর জনগণের কাছে বলেন যে এবার আমাদের কিছু ভোট দেন। উল্টা ভাই এখন আমাদের গালমন্দ করছে—কেন আমরা ১৯৭১ সালে যুদ্ধ করলাম। ‘ মির্জা ফখরুল বলেন, ‘যুদ্ধ করেছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার স্বাধীনতার জন্য। আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি আছি।’