বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাইয়ের সংবিধান সংশোধনী সংক্রান্ত গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বড় পর্যবেক্ষক দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকার প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচন ও গণভোটের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তি যাচাই করতেই এই আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন। এবারের পর্যবেক্ষক দলগুলোর আকার আগের যেকোনো সময়ের চেয়ে বেশ বড় হতে যাচ্ছে।
কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ইতিমধ্যে ঘোষণা করেছেন, ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম এবং নির্বাচনী প্রশাসন বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন। নির্বাচনী সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বাধীন একটি সচিবালয় দল এই পর্যবেক্ষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এই প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচনী আইন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ভোটগ্রহণের প্রক্রিয়া পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে বলে কমনওয়েলথের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনে (ইওএম) ২৭টি সদস্য রাষ্ট্রের প্রায় ২০০ জন পর্যবেক্ষককে নিয়োজিত করছে। এই মিশনে নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার প্রতিনিধিরাও অংশ নেবেন। ইইউ মিশনের নেতৃত্বে থাকবেন লাটভিয়ার সংসদ সদস্য ইভারস ইজাবস। ইতিপূর্বেই ১১ জন বিশ্লেষকের একটি মূল দল বাংলাদেশে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করেছে এবং ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক গত ১৭ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন প্রশাসনিক বিভাগে মোতায়েন রয়েছেন। নির্বাচনের কয়েকদিন আগে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক তাদের সাথে যোগ দেবেন। আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণ আচরণবিধি কঠোরভাবে মেনে এই পর্যবেক্ষকরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তাদের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবেন না বলে ইইউ স্পষ্ট জানিয়েছে।
সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই সফর সমন্বয় করছেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিদিন নতুন নতুন দেশ ও সংস্থা থেকে পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আন্তর্জাতিক মহলের এই প্রবল আগ্রহ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত ইতিবাচক। (সূত্র: বাসস)
অর্থ-বাণিজ্য: ২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: বিদেশি ঋণ শোধ ৬ মাসেই ২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: ই-ভ্যাট সেবা সাময়িক বন্ধ, যুক্ত হচ্ছে নতুন ফিচার
অর্থ-বাণিজ্য: রিটার্ন জমার সময় বাড়লো আরও এক মাস
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচনে এমএফএস এর অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশের সমন্বয় কর্মশালা
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর নলেজ পার্টনার ইউআইটিএস
বিজ্ঞান ও প্রযুক্তি: এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস