image

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ: হাইকোর্ট

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের বড় সমুদ্র বন্দরগুলোর অন্যতম চট্টগ্রাম বন্দর-এর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বৈধ বলেছেন হাইকোর্টে। এ বিষয়ে কোনো বাধা নেই বলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রায় দেওয়া হয়েছে হাইকোর্টের এক বেঞ্চের পক্ষ থেকে।

এর আগে গত ২৫ নভেম্বর বিদেশি সংস্থাকে এনসিটি পরিচালনার অধিকারদান ও এর আগের রুল-বিচার নিয়ে যে আইনি বিতর্ক শুরু হয়েছিল, সেই রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ-এর একক বেঞ্চ। এতে আদালত স্পষ্ট করে দিয়েছেন চুক্তিটি বৈধ ও প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য। এর কার্যক্রমে আইনগতভাবে বাধা নেই।

চুক্তির বিরুদ্ধে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। তিনি আদালতে যুক্তি দেন যে এনসিটি পরিচালনার আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়নি। আইন অনুযায়ী বিবিধ নিয়ম অনুসরণ করা হয়নি। তবে হাইকোর্ট রায়ে বলেছেন, এই প্রক্রিয়া স্বীকৃত নিয়ম ও নীতিমালা অনুযায়ী হয়েছে এবং তা আইনের পরিসরে বৈধ।

রিটে বিবাদী করা হয়েছে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। রায় ঘোষণার পর উভয় পক্ষই আদালতের সিদ্ধান্ত স্বীকার করে নিয়েছেন।

এই রায়ের ফলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা বিদেশি সংস্থার কার্যক্রম অনায়াসে চলবে, যার সঙ্গে সমুদ্র বন্দর কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি কর্মসম্পাদন ও বিনিয়োগ অংশীদারিত্ব জড়িত।

‘জাতীয়’ : আরও খবর

» বিএমইউ প্রো-ভাইস চ্যান্সেলরের সঙ্গে জাপানের জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

» আগের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচনী প্রস্তুতি সিলেটে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান

» ডেঙ্গু: আরও ২৫ জন হাসপাতালে ভর্তি মোট আক্রান্ত ১,০২৫ জন, মৃত্যু ২

» সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

» ট্রাইব্যুনাল: যাত্রাবাড়ীতে তাইম ‘হত্যা’, হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২ ফেব্রুয়ারি

সম্প্রতি