দেশের বড় সমুদ্র বন্দরগুলোর অন্যতম চট্টগ্রাম বন্দর-এর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বৈধ বলেছেন হাইকোর্টে। এ বিষয়ে কোনো বাধা নেই বলে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রায় দেওয়া হয়েছে হাইকোর্টের এক বেঞ্চের পক্ষ থেকে।
এর আগে গত ২৫ নভেম্বর বিদেশি সংস্থাকে এনসিটি পরিচালনার অধিকারদান ও এর আগের রুল-বিচার নিয়ে যে আইনি বিতর্ক শুরু হয়েছিল, সেই রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ-এর একক বেঞ্চ। এতে আদালত স্পষ্ট করে দিয়েছেন চুক্তিটি বৈধ ও প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য। এর কার্যক্রমে আইনগতভাবে বাধা নেই।
চুক্তির বিরুদ্ধে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। তিনি আদালতে যুক্তি দেন যে এনসিটি পরিচালনার আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়নি। আইন অনুযায়ী বিবিধ নিয়ম অনুসরণ করা হয়নি। তবে হাইকোর্ট রায়ে বলেছেন, এই প্রক্রিয়া স্বীকৃত নিয়ম ও নীতিমালা অনুযায়ী হয়েছে এবং তা আইনের পরিসরে বৈধ।
রিটে বিবাদী করা হয়েছে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। রায় ঘোষণার পর উভয় পক্ষই আদালতের সিদ্ধান্ত স্বীকার করে নিয়েছেন।
এই রায়ের ফলে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা বিদেশি সংস্থার কার্যক্রম অনায়াসে চলবে, যার সঙ্গে সমুদ্র বন্দর কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি কর্মসম্পাদন ও বিনিয়োগ অংশীদারিত্ব জড়িত।
অর্থ-বাণিজ্য: ২য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা বেড়ে ৩৬৩ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: বিদেশি ঋণ শোধ ৬ মাসেই ২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: ই-ভ্যাট সেবা সাময়িক বন্ধ, যুক্ত হচ্ছে নতুন ফিচার
অর্থ-বাণিজ্য: রিটার্ন জমার সময় বাড়লো আরও এক মাস
বিজ্ঞান ও প্রযুক্তি: নির্বাচনে এমএফএস এর অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশের সমন্বয় কর্মশালা
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর নলেজ পার্টনার ইউআইটিএস
বিজ্ঞান ও প্রযুক্তি: এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস