image
চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল -সংবাদ

কনটেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে কাল চট্টগ্রাম বন্দরে শ্রমিক দলের ধর্মঘট

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার উদ্যোগের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শ্রমিক দলের নেতারা জানান, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সবধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমও বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এনসিটি লিজ সংক্রান্ত সম্ভাব্য চুক্তি থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলন শেষে দুপুরে বন্দর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। এতে কয়েকশ’ শ্রমিক-কর্মচারী অংশ নেন।

শ্রমিক দলের নেতা হুমায়ুন কবীর বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেয়ার উদ্যোগ বাতিল না করে, তাহলে আমরা ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করবো।’

শ্রমিক দলের আরেক নেতা ইব্রাহীম খোকন বলেন, ‘আর মাত্র ১৩ দিনের মধ্যেই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার কোনো যুক্তি নেই। এ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়া উচিত।’তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাজ রুটিন কার্যক্রম পরিচালনা করা। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করার এখতিয়ার তাদের নেই।’

এনসিটি ইস্যুতে সরকারকে সতর্ক করে ইব্রাহীম খোকন বলেন, ‘যা করেছেন, তা করেছেন। বন্দর নিয়ে আর কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি নেন, তাহলে শ্রমিক-কর্মচারীরা নিজেদের স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।’

তিনি দাবি করেন, পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) নীতির আওতায় কোনো বিদ্যমান স্থাপনা ইজারা দেয়ার বিধান নেই। অথচ সরকার গায়ের জোরে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চাইছে। এতে দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের মো. হুমায়ুন কবীর, মোজাহের হোসেন শওকত, আনোয়ারুল আজিম রিংকু, আবুল কালাম আজাদ, আবদুর রউফ লিটন, শেখ ছানুয়ার মিয়া, শামসুর রহমান স্বপন, আকতার হোসেন, মঞ্জুরুল পারভেজ সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» এনসিটি নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যায়: হাইকোর্ট

» রিট সরাসরি খারিজ, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

» কার্ড জটিলতা নিরসনে ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম

» বিইআরসির গণশুনানি: বেশি দামে তেল বিক্রি, ভোক্তাদের তোপের মুখে বিপিসি

» টেংরাটিলা বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

» কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে ভোট চাওয়া দ-নীয় অপরাধ: ইসি

সম্প্রতি