আগামী রোববারের মধ্যে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান না হলে নির্বাচনের সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে সাংবাদিক নেতারা এমন হুঁশিয়ারি দেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই কমিশন কার্ড ও স্টিকার আবেদনের জন্য অনলাইনে নতুন একটি অ্যাপ চালু করেছে, যা মোটেও ব্যবহারবান্ধব নয়। এই অ্যাপ বর্তমানে যেমন সমস্যা তৈরি করছে, ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে। কাজী জেবেল স্পষ্ট জানিয়ে দেন, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য যে নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে তা ইউজার ফ্রেন্ডলি না (ব্যবহারযোগ্য নয়)।’ এত অল্প সময়ে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড প্রদান করা বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেয়ার দাবি জানান।
বৈঠকে সাংবাদিক নেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন স্বীকার করে বলেন, অনলাইনে সাংবাদিক কার্ড দেয়ার প্রক্রিয়াটি ‘ইউজার ফ্রেন্ডলি’ বা ব্যবহারবান্ধব হয়নি। তিনি বলেন, ‘এটা আমার নতুন যাত্রা, তাই একটা সমস্যা হয়েছে। আপনারা ডিজিটালাইজেশনের বিপক্ষে নন, সেটা আমরা বুঝি। তবে এটা ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত। যেহেতু প্রথমবার, তাই নিশ্চয়ই সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ এটা সমাধান করা হবে।’
ভোটকেন্দ্রে প্রবেশ ও পেশাগত দায়িত্ব পালন প্রসঙ্গে সিইসি বলেন, ‘কেন্দ্রে প্রবেশের জন্য প্রিজাইডিং কর্মকর্তার পারমিশন বা অনুমতির দরকার নেই, তাকে শুধু অবহিত করলেই হবে। আমরা আপনাদের কাজ সহজ করতে চাই। আপনারা থাকলে স্বচ্ছতা বাড়বে।’
ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের আশ্বস্ত করেছে জানিয়েছেন, আগামী রোববারের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। সম্ভব হলে তার আগেই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
সমাধান না হলে সাংবাদিক সংগঠনগুলো পুনরায় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নেতারা। বৈঠকে আরএফইডি, ডিইউজে ও বিজেসিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা অনলাইন পদ্ধতির জটিলতা ও মাঠপর্যায়ের বাস্তব সমস্যার কথা কমিশনের সামনে তুলে ধরেন।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫