image

২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ প্রবাসী কর্মীদের: ১০০ কোটি টাকা মুনাফার সম্ভাবনা

সংবাদ অনলাইন রিপোর্ট

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসী কর্মীরা মাত্র ২০ হাজার টাকায় দেশে ফির‌তে পার‌বেন। এই উদ্যোগের ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ‌্য জানা‌নো হয়।

প্রেস উইং থেকে জানানো হয়, এখন থেকে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার বিমান টিকিট সংগ্রহ করতে পারবেন। সরকারের এই বিশেষ উদ্যোগের অধীনে প্রায় ৮০ হাজার সাশ্রয়ী টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এই ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত কেবল প্রবাসীদের জীবনযাত্রাই সহজ করবে না, বরং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে তিনি একই সাথে সতর্ক করে দিয়েছেন যে, অতীতে অনেক ভালো উদ্যোগ তদারকির অভাবে ব্যর্থ হয়েছে। তাই এই বিশেষ টিকিট কার্যক্রম যেন শতভাগ স্বচ্ছতা ও কার্যকরভাবে সম্পন্ন হয়, সেদিকে কড়া নজর রাখতে হ‌বে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই বিশেষ ব্যবস্থার কথা নিশ্চিত করে জানিয়েছেন, এর মাধ্যমে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমন প্রবাসীদের সেবা দিতে পারবে, তেমনি সংস্থাটির আয়েও এক বিশাল যোগসূত্র তৈরি হবে।

​মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী যাত্রার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। যারা রিটার্ন টিকিট কাটতে চান, তাদের জন্য মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৪২ হাজার টাকা। এই বিশেষ সুবিধাটি মূলত হজ ফ্লাইটের একমুখী ফাঁকা আসনগুলোকে কাজে লাগিয়ে চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশে আসার ক্ষেত্রে এই ভাড়া সুবিধা কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত। অন্যদিকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে প্রবাসীরা এই সুবিধা ভোগ করতে পারবেন ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।

‘জাতীয়’ : আরও খবর

» এনসিটি নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যায়: হাইকোর্ট

» রিট সরাসরি খারিজ, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

» কার্ড জটিলতা নিরসনে ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম

» বিইআরসির গণশুনানি: বেশি দামে তেল বিক্রি, ভোক্তাদের তোপের মুখে বিপিসি

» টেংরাটিলা বিস্ফোরণ: আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে

» কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব সহ্য করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্প্রতি