২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৈশ্বিক শান্তি রক্ষা ও সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই অর্জন বাংলাদেশের।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচনে মরক্কো সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে এবং বাংলাদেশের পাশাপাশি জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে।
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন মূলত একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে, যা সংঘাত-পরবর্তী দেশগুলোতে টেকসই শান্তি নিশ্চিত করতে সহায়তা প্রদান করে থাকে। ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই কমিশনে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পাশাপাশি শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকেন। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এই কমিশনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ এই কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ পদের জন্য বাংলাদেশের ওপর আস্থা রাখায় কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের চিফ অব স্টাফ উপস্থিত থেকে বিশ্বজুড়ে শান্তি বিনির্মাণে পিবিসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ প্রতিনিধিদল এক বিবৃতিতে জাতিসংঘের শান্তি বিনির্মাণ প্রচেষ্টার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের এই নতুন কূটনৈতিক অর্জন বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে।