বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ কামাল হোসেন পিএসসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং ইতোমধ্যে আমরা মাঠে অবস্থান করছি। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করা হবে যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। শুক্রবার,(৩০ জানুয়ারী ২০২৬) সকালে রাজশাহী নগরীর পোস্টাল একাডেমির সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ ছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ কামাল হোসেন পিএসসি বলেন, নির্বাচন উপলক্ষে সব সীমান্তবর্তী বিওপিতে জনবল বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহারেরর মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিং, বডি অর্ন ক্যামেরা নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপনসহ দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রাখা হবে। রাজশাহী সেক্টরর গুরুত্বপূর্ণ এলাকার ৭টি জেলায় ৬২টি উপজেলাসহ ১টি সিটি করপোরেশনে ৩৭টি সংসদীয় আসনে ৬৫টি বেইজ ক্যাম্পে ১৪৬ প্লাটুন (৩ প্লাটুন সংরক্ষিতসহ) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সীমান্তে ৭৬টি বিওপিসমূহে প্রতেকটিতে ১০ জন করে স্ট্রাইকং রিজার্ভ হিসেবে ৪ হাজারের অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আধুনিক ২টি এপিসিসহ ১ প্লাটুন বিজিবি সদস্য কুয়িক রিএকশন ফোস হিসেবে মোতাযেন থাকবে। এ ছাড়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নঁওগা এলাকায় কে-৯ ইউনিটের ৭টি ডগসহ ১ প্লাটুন কে-৯ সদস্য মোতায়েন থাকবে।
পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির অধিক স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফটের মাধ্যমে ৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচন পূর্ববর্তী সময় নির্বাচন পরবর্তী সময়ে দিবা-রাতে রিভারআনি পেট্রোল নিয়োজিত থাকবে। নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিটট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহ থাকবে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে যারা মুহূর্তেও মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে। সেক্টও হেডকোর্য়াটার্স সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও অধীনস্থ ইউনিট সর্মহের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালনের কার্যক্রম তদারকি করবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সারাদেশ: মানিকগঞ্জে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত
সারাদেশ: মহেশপুরের ‘মমরেজ মোড়’ এখন জনপ্রিয়
সারাদেশ: ভোটের কথা- যা ভাবছেন যৌনকর্মীরা