বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সনদ বা জুলাই চার্টার বাস্তবায়নের লক্ষে প্রস্তাবিত গণভোট পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপাক্ষিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সব তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, তারা ইউরোপীয় ইউনিয়ন (EU), কমনওয়েলথ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কয়েকশ পর্যবেক্ষকের সাথে যুক্ত হয়ে মাঠ পর্যায়ে কাজ করবেন। দ্বিপাক্ষিক প্রতিনিধিদের মধ্যে মালয়েশিয়া থেকে সর্বোচ্চ ১৪ জন এবং তুরস্ক থেকে ১২ জন পর্যবেক্ষক আসছেন।
নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, এই পর্যবেক্ষক দলে থাকছেন বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এছাড়াও তুরস্কের প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্য এবং সাবেক রাষ্ট্রদূতরা অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যান্য দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫ জন, জাপান থেকে ৪ জন, পাকিস্তান থেকে ৩ জন (যাদের নেতৃত্বে থাকছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার), ভুটান থেকে ২ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকেও প্রতিনিধিরা এই পর্যবেক্ষক দলে থাকছেন।
এসডিজি বিষয়ক সমন্বয়কারী লামিয়া মোরশেদ জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।
নির্বাচনী মাঠের উত্তাপ ও প্রস্তুতির অংশ হিসেবে আজ ঢাকার বিভিন্ন রাজনৈতিক মহলে এই পর্যবেক্ষকদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
একই সঙ্গে, নির্বাচনকে ঘিরে সারাদেশে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পর্যবেক্ষকদের প্রদান করা হবে। এবারের নির্বাচন ও গণভোটে প্রায় ১৭ কোটি মানুষের ভাগ্য এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা নির্ধারিত হবে, যা পর্যবেক্ষণের জন্য প্রবাসীরাও প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালট ব্যবহার করছেন
অর্থ-বাণিজ্য: বস্ত্রকল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সামিটে যাচ্ছে প্রাইমসিংক সল্যুশন্স
অর্থ-বাণিজ্য: বিনিয়োগ-বাণিজ্যে গতি আনতে সমন্বয় সংস্কারে জোর সরকারের
অর্থ-বাণিজ্য: পোশাকসহ ৫ খাতের কাঁচামাল আনা যাবে বিনা শুল্কে
অর্থ-বাণিজ্য: নির্বাচনের আগে রেমিট্যান্স বেড়েছে