দীর্ঘ এক মাস পর আবারও চালু করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো।
তিনি জানান, ‘শুক্রবার বিকালে রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর আগে গত ১ জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
নগর-মহানগর: বনানীতে আবাসিক ভবনে আগুন