জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়াকে মুক্ত গণমাধ্যম বিকাশে জনপ্রত্যাশার প্রতি এক ধরনের বিদায়ী পরিহাস হিসেবে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবিত হওয়ায় এমনটি মন্তব্য করেছে টিআইবি।
শনিবার এক বিবৃতিতে সংস্থাটি এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছে।
টিআইবি জানায়, সংস্কার কমিশনের সুপারিশ উপেক্ষা করে আমলাতান্ত্রিক কর্তৃত্বাধীন দুটি আলাদা প্রতিষ্ঠান গঠনের এই প্রচেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
টিআইবি মনে করে, মাত্র তিন দিন সময় দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চাওয়া সরকারের এক ধরনের গোপনীয়তা চর্চা এবং রাষ্ট্র সংস্কারের নামে অন্তর্ঘাতমূলক অপতৎপরতারই অংশ।
বিবৃতিতে টিআইবি‘র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমের জন্য সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি অভিন্ন স্বাধীন বাংলাদেশ গণমাধ্যম কমিশন গঠনের সুপারিশ করেছিল। অথচ সরকার সেই সুপারিশের বিন্দুমাত্র তোয়াক্কা না করে মেয়াদের শেষ মুহূর্তে এসে এমন দুটি খসড়া পেশ করেছে, যা কার্যত গণমাধ্যমকে অধিকতর নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রস্তাবিত খসড়া দুটিতে কমিশনের গঠন, কমিশনারদের পদমর্যাদা এবং আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে সরকারি ও আমলাতান্ত্রিক প্রভাব বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।
এটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম বিকাশের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের চরম অবজ্ঞার প্রতিফলন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এবং বর্তমান সরকারের মেয়াদও প্রায় শেষ। এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে এই অধ্যাদেশ জারি না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে টিআইবি। ইফতেখারুজ্জামান প্রত্যাশা করেন, নতুন সংসদ গঠন হওয়ার পর একটি প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ অভিন্ন গণমাধ্যম কমিশন গঠন করা হবে, যা দেশে মুক্ত সাংবাদিকতার উপযোগী পরিবেশ তৈরি করবে।
তিনি আরও উল্লেখ করেন, এই অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা বা পরোক্ষ ইন্ধনদানের যে অভিযোগ রয়েছে, এই প্রস্তাবিত খসড়া দুটিতে সেই প্রতিপক্ষমূলক আচরণেরই চূড়ান্ত প্রতিফলন ঘটেছে।
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন
বিজ্ঞান ও প্রযুক্তি: রিয়েলমি পি৪ পাওয়ারের সঙ্গে শুরু হলো ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির যুগ
বিজ্ঞান ও প্রযুক্তি: ক্যারিবি ও পিকাবোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
বিজ্ঞান ও প্রযুক্তি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত