image

ভারত থেকে ৩০, যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের কাছে ৩০ লাখ টিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তত ৩০ লাখ ডোজ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে। তাদের কাছে ৪০ লাখ ডোজ টিকা চাওয়া হয়েছে। তারাও এ ব্যাপারে আন্তরিক।

তিনি বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ভারত থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় দেশে টিকাদান কার্যক্রম চলছে। তবে ভারতের কাছ থেকে এই টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে টিকা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

এর আগে বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসবে। এ ছাড়া বাংলাদেশ চীনের কাছ থেকে বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি