image

করোনা রোগীদের সাথে ‘টিম খোরশেদ’র ঈদ উদযাপন

শুক্রবার, ১৪ মে ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

এবার ভিন্নভাবে পবিত্র ঈদুল ফিতরের দিন শুরু করেছেন করোনা বীর খেতাব পাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ৷ শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজ আদায়ের পর করোনা হাসপাতালে রোগীদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদের দিনের সূচনা করেছেন তিনি ও তার দল ‘টিম খোরশেদ’র সদস্যরা৷

সকালে নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে কোভিড আক্রান্ত রোগী, তাদের স্বজন এবং কর্মরত চিকিৎসক ও নার্সেস ষ্টাফদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারা৷ সকলের হাতে ফল, দুধ, বিস্কুটের প্যাকেট তুলে দেন কাউন্সিলর খোরশেদ ও তার দল৷

কাউন্সিলর খোরশেদ রোগীদের সাথে কুশল বিনিময় করে অভয় দিয়ে বলেন, ‘করোনাকে পরাজিত করার মূল উপায় হচ্ছে মানসিক সাহস ও ইচ্ছাশক্তি। যথাসময়ে চিকিৎসা নিয়ে শতভাগ সুস্থ হওয়া যায়।’ তিনি কর্মরত চিকিৎসক ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের দিনরাত শ্রম আমাদের সাহস যোগায়। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য, ঈদের দিনও এই হাসপাতালে ২২ জন আইসোলেশন ওয়ার্ডে ও ৩ জন করোনা আক্রান্ত রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

‘জাতীয়’ : আরও খবর

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

সম্প্রতি