image

নৌবাহিনী প্রধানের সাথে বিমান বাহিনীর প্রধানের বিদায়ী সাক্ষাৎ

মঙ্গলবার, ০৮ জুন ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌ প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার নৌবাহিনী সদর দপ্তরে তারা এ সাক্ষাতে মিলিত হন।

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধান নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সেখানে বিমান বাহিনী প্রধান কে নৌবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। নৌবাহিনী প্রধানের সাথে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌবাহিনী প্রধান কে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান আগামী ১২ জুন অপরাহ্নে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, এর নিকট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।

‘জাতীয়’ : আরও খবর

» ‘অপমানবোধ’ করছেন রাষ্ট্রপতি, ভোটের পরে পদত্যাগ করতে চান: রয়টার্স

» খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালো মেডিকেল বোর্ড

» দুই দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

» আমি কেন সরকার উৎখাতের পরিকল্পনা করবো: আদালতে শওকত মাহমুদ

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন