image

চাঁদ দেখা যায়নি, রোববার থেকে জিলকদ মাস শুরু

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের আকাশে কোথাও আজ (১১ জুন) ১৪৪২ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসাবে আগামী রোববার (১৩ জুন) থেকে শুরু হবে জিলকদ মাসের গণনা।

শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

কমিটি জানায়, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। এতে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

‘জাতীয়’ : আরও খবর

» দিলীপ আগরওয়ালার স্ত্রীর জমি, দোকান ও বাণিজ্যিক স্পেস জব্দ

» নির্বাচনের আগে-পরে বন্ধ থাকবে রোহিঙ্গা ক্যাম্প: ইসি সানাউল্লাহ

» নিবন্ধন শেষ: পোস্টাল ব্যালটে ভোট দিতে চান ১৫ লাখ ৩৩ হাজার

» সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য বন্ধে সরকারের উদ্যোগ নেই: দেবপ্রিয় ভট্টাচার্য

» ‘অসত্য’ খবর প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে: সুপ্রিম কোর্ট

সম্প্রতি