image

এবারও বাংলাদেশ থেকে হজে যাওয়া হচ্ছে না

শনিবার, ১২ জুন ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

মহামারি করোনার কারণে গত বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না।

শুধু মাত্র নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেবে সৌদি আরব। শনিবার দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্ম বিষয় মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজ হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই।

গত ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব ভ্যাকসিন গ্রহণকারীদের হজ অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।

সৌদি আরবের অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য যে কোন দেশের নাগরিকগণ শর্ত সাপেক্ষে এ বছর হজ্ব আদায় করতে পারবেন। শর্তাবলির মধ্যে ভ্যাক্সিনেটেড থাকা, বয়স (১৮-৬৫ বছর) এর মধ্যে হওয়া, গুরুতর ব্যধিতে আক্রান্ত না থাকা অন্যতম।

‘জাতীয়’ : আরও খবর

» স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সম্প্রতি