লিবিয়ার কোস্ট গার্ড গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অভিবাসন-প্রত্যাশীরা আফ্রিকান ও এশীয় নাগরিক। দেশটির নৌবাহিনী প্রধানের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লিবিয়া অবসার্ভার।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশিও রয়েছেন।
নৌবাহিনী প্রধানের ওই মুখপাত্র জানান, সাহায্যের আবেদন পেয়েই সঙ্গে সঙ্গে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযান পরিচালনার জন্য দুটি জাহাজই প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত হয়ে নেয়।
তিনি আরও জানান, উদ্ধারের পর অভিবাসন-প্রত্যাশীদের ত্রিপোলি নৌ ঘাঁটির অবতরণস্থলে নিয়ে আসা হয়। এরপর তাদের অবৈধ-অভিবাসন প্রতিরোধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সারাদেশ: চকরিয়ায় বিদেশি পিস্তলসহ নারী আটক
সারাদেশ: কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযান
সারাদেশ: চকরিয়ায় চলছে ফসলি জমি কাটার মহোৎসব