image

সংসদীয় কমিটি পুনর্গঠন: আইনে শহীদুজ্জামান-বিদ্যুতে ওয়াসিকা সভাপতি

সোমবার, ১৪ জুন ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নওগাঁ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারকে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব তুললে সংসদে তা গৃহীত হয়। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

মো. শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রয়াত সংসদ সদস্য আবদুল মতিন খসরুর স্থলাভিষিক্ত করা হলো। এদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

এছাড়া আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তবে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটর মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সদ্য প্রয়াত আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

এছাড়া, গতকাল সংসদে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদন,২০১৯ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করা হয়।

‘জাতীয়’ : আরও খবর

» ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

» কারাগারে বসেই ভোট: ব্যালটে থাকবে না প্রার্থীর নাম, ডাকযোগে পৌঁছাবে ইসিতে

» হাদি হত্যা: যে রিকশায় গুলিবিদ্ধ হন সেই চালকের জবানবন্দি রেকর্ড

» ডেঙ্গু: আরও ৭১ জন হাসপাতালে ভর্তি

» টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

» পোস্টাল ভোট: ৭ লাখ ৩৯ হাজার নিবন্ধন

সম্প্রতি