আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্ণেল মুহাম্মদ ফারুক খান (অব.) বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় টিকাদান কর্মসূচির বিকল্প নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি টিকা দেওয়া কর্মসূচি অব্যাহত রাখতে হবে। এজন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এর মধ্যে বিদেশ থেকে টিকা কিনে আনা, বিদেশী টিকা দেশে টিকা উৎপাদন এবং দেশেই টিকা উদ্ভাবন ও তৈরী করতে হবে। সোমবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব পরামর্শ দেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন চলছিল।
‘হোয়াট ক্যান বাইডেন’স প্ল্যান ডু ফর পভার্টি? লুক অ্যাট বাংলাদেশ’- নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত পুলিৎজারজয়ী মার্কিন সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফের লেখা কলামের উদাহরণ টেনে সংসদে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিন-নির্দেশনায় বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে, ইতোমধ্যে যার স্বীকৃতি বিশ্ব দিয়েছে।
‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ’- আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সরকারের আগের মেয়াদে বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা এই রাজনীতিক বলেন, কোভিড নিয়ন্ত্রণে বাজেটে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। এখানে মূল চ্যালেঞ্জ রাজস্ব সংগ্রহ। কোভিডের কারণে লকডাউন, ব্যবাসায় স্থবিরতা, চাকরিতে ছাঁটাই ইত্যাদি কারণে এটা চ্যালেঞ্জ। তবে এই বাজেট বাস্তবায়নেও সরকার সফল হবে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ফারুক খান বলেন, প্রকল্প পরিচালকদের অবহেলাসহ নানা কারণে উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন হয় না। তাই প্রকল্প পরিচালকদের জবাবদিহির আওতায় আনতে হবে।
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার
সারাদেশ: শ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা